শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : সম্প্রতি তরুণ শিল্পী শেখ সাদীর গানের ভিডিও ‘ললনা’ প্রকাশ পেয়েছে। কোনও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হওয়া এটাই তার প্রথম গান। গেল ১৫ নভেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। প্রথম গানেই বাজিমাত করে দিয়েছেন সাদী। সবচেয়ে বড় বিষয়, প্রকাশের ২০ দিনের মাথায় গানটির ভিউ অতিক্রম করে এক কোটি!
গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন সাদী নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন শেখ সাদী ও মারিয়া ননি।
প্রথম গানেই কোটি ভিউ পেলেন, কেমন লাগছে? এর জবাবে শেখ সাদী বলেন, ‘আমি অনেক হ্যাপি। এতটা এক্সপেকটেশন ছিলো না আমার। সিএমভিকে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই সকল শ্রোতা-দর্শকদের প্রতি। সবার এমন ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো গান করতে চাই।’
সাদী আরও জানান, ‘ললনা’ চমকের পর সিএমভির ব্যানার থেকে শিগগিরই আরও কিছু গান-ভিডিও প্রকাশ পাবে তার।