সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছে।
বাণিজ্যিক রাজধানী দারুস সালামের দু’শ কিলোমিটার (১২০ মাইল) পূর্বের শহরে মরোগরোতে শনিবার এ ঘটনা ঘটে।
ওই বিস্ফোরণের ঘটনায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিবিসি ও ডয়েচে ভ্যালে এ খবর জানিয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে এবং লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে। বেশ কয়েকটি মোটরসাইকেলও পুড়ে গেছে ওই ঘটনায়।
পুলিশ জানিয়েছে, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারটি উল্টে গেলে লোকজন জার ভর্তি করে সেটির তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।
ওই সময় সেখানে অনেক মানুষের ভিড় থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন উদ্ধারকর্মীরা।
সরকারের মুখপাত্র হাসান আব্বাসি টুইটারে বলেন, মরোগরোতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের খবরে আমরা মর্মাহত। ওই ঘটনায় বেশ কিছু লোক পুড়ে হতাহত হয়েছেন।