1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

গণপরিবহনে ৩০ শতাংশ আসন খালি রাখাসহ ‌‌১১ প্রস্তাব

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : গণপরিবহনে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে ১১ দফা প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ মে) বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে পরিবহন-মালিকদের বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব‌্য দিতে গিয়ে এসব প্রস্তাব তুলে ধরেন তিনি।

মন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো হলো:

১. বাস টার্মিনালে কোনোভাবেই ভিড় করা যাবে না।  তিন ফুট দূরত্ব বজায় রেখে যাত্রীরা গাড়ির লাইনে দাঁড়াবেন এবং টিকিট কাটবেন।

২. স্টেশনে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।

৩. বাসে কোনো যাত্রী দাঁড়িয়ে যেতে পারবে না।

৪. বাসের সব আসনে যাত্রী নেওয়া যাবে না।  ২৫ থেকে ৩০ শতাংশ অসন খালি রাখতে হবে।  পরিবারের সদস্য হলে পাশের আসনে বসানো যাবে, অন্যথায় নয়।

৫. যাত্রী, চালক, সহকারী, কাউন্টা‌রের কর্মী সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক।

৬. ট্রিপ-এর শুরুতে এবং শেষে বাধ্যতামূলকভাবে গাড়ির ভেতরসহ পুরো গাড়িতে জীবাণুনাশক স্প্রে করতে হবে।

৭. যাত্রী ওঠানামার সময়ে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

৮. চালক, কন্ডাকটরের ডিউটি একটানা দেওয়া যাবে না। তাদের নির্দিষ্ট সময়ের জন্য কোয়ারেন্টাইন বা রেস্ট দিতে হবে।

৯. মহাসড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে পথে থামানো, চা-বিরতি অ্যাভয়েড করতে পারলে ভালো।  কারণ সংক্রমণ কোথা থেকে হবে তা কেউ জানে না।

১০. যাত্রীদের মালামাল জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে।

১১.  ভাড়া নির্ধারণের জন্য বিআরটিএ’র একটি কমিটি রয়েছে, সেটি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যুক্তিসঙ্গত ভাড়া চূড়ান্ত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!