1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

শেরপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্য অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবাষির্কী পলিত হয়েছে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমেই জেলা কালেক্টরেট চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। জেলা প্রশাসক আনারকলি মাহবুরের নেতৃত্বে র‌্যালিটি জেলা কালেক্টরেট চত্তর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা তুলশিমালা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মশিহুর রহমান সোহেলের সঞ্চলনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা রানী দে’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম (উপসচিব)। বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোবারক হোসেন, বেসরকারী মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সজন এর চেয়ারম্যান মেহের খান অপু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!