1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

কলাপাড়ায় বর্ণাঢ্য উৎসবে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী “শিক্ষা ঐক্য প্রগতি, ছাত্রদলের মূলনীতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার নতুন বাজারস্থ স্থানীয় বিএনপি কার্যালয় সন্ধ্যার পর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে ১লা জানুয়ারী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় সোহেল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো: ফারুক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাস, সাধারন সম্পাদক হারুনুর রশীদ, এমবি কলেজের সাবেক জিএস মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবকদল নেতা কল্লোল বিশ্বাস, ঢালী রুহুল অভি, পৌর ছাত্রদলের সভাপতি গাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক নান্নু মুন্সী, যুগ্ন-সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কাজল তালুকদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল সিকদার, যুবদল নেতা মামুন সিকদার, এ্যাডভোকেট আবুল হোসেনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জীবন বাজি রেখে হলেও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ও বিভিন্ন আন্দোলনে অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান। সবশেষে ১০ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয় ।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!