1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

নকলায় বিনা সরিষা-৯ এর সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে মাঠ দিবস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত বিনা সরিষার-৯ এর সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুর্শা এলাকায় বিনা নালিতাবাড়ি উপ-কেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বিনা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শ.ম. আব্দুল আলীমের পরিচালনায় ও শেরপুরে খামারবাড়ির ভারপ্রাপ্ত উপ-পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিনার মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী, উদ্ভিদ ও প্রজনন বিভাগের সিএসও আব্দুল মালেক, বিনা উপ-কেন্দ্রের উর্ধতন ও ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুল আলম তরফদার, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম জুনায়েদ উন-নূর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস কৃষক আব্দুল হান্নান প্রমুখ। এসময় শতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!