1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ইনস্টিটিউট উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের জন্য নির্মাণাধীন পুনর্বাসন কেন্দ্র স্বপ্নের ঠিকানায় স্থানীয়দের বিনা খরচে বিভিন্ন ভাষা ও কারিগরি প্রশিক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড (বিসিপিসিএল) এর ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.এম খোরশেদুল আলম। এসময় সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মি. চি, প্রকল্প পরিচালক শাহ আবদুল মাওলাসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাগণ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটটিতে প্রাথমিক পর্যায়ে কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল এ তিনটি ট্রেডে ৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। পর্যায়ক্রমে এখানে ভাষা শিক্ষাসহ আরো বিভিন্ন কোর্স চালু করার মাধ্যমে স্থানীয়দের কারিগরিভাবে সাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!