1. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ১১:৩৪ অপরাহ্ন

এখনকার ফেব্রুয়ারী 

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৫৩ বার পড়া হয়েছে
– ফয়সাল আলম রাকিব – 
আজও আমরা যাই
ফেব্রুয়ারীর প্রাতেঃ
এক হাতে ফুল নিয়ে আর
ফোন অন্য হাতে।
হাসিমুখের সেলফি তুলি
মিনার থাকে পাশে।
দেশপ্রেমের পোস্ট লিখি আর
লাইকও প্রচুর আসে।
স্বদেশপ্রেম নাই বা থাকুক
সব লোক দেখানো তাই।
দেশপ্রেমের গল্প লিখি
নেতা হতে চাই।
রফিক,শফিক চেয়েছিল
“রাষ্ট্রভাষা বাংলা চাই।”
এখন পটপটিয়ে ইংলিশ বলি
বাংলা মোটেও মুখে নাই।
ইংলিশ হলো একক ভাষা
শিখছি দিবারাত্র।
বাংলা পড়ল অবহেলায়
বিক্ষত তাঁর গাত্র।
সৌধে যাই বছর বছর
ইংলিশ বলি কথায়।
একটুখানি ত্যাগে যদি
ভাইরাল হওয়া যায়।
এই কি ছিল দেশমাতৃকা
তোমার সেই ছেলে?
তোমার কথা না ভেবে যে
নিজের কথা বলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2019 BanglarKagoj.Net
Theme Customized By BreakingNews