1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী উৎপাদন বাড়লেও হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা নালিতাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও প্রকাশের মামলায় যুবক গ্রেফতার স্থানীয় এমপি বন্ধু প্রার্থীর পক্ষ নেয়ায় প্রার্থীতা প্রত্যাহার বিএফইউজের সম্পাদক শিবলী সাদিক’র সাথে ঝিনাইগাতীর সাংবাদিকদের মতবিনিময় বান্দরবানে কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীসহ আরও ৭জন কারাগারে নান্দাইলে খুন করে উল্লাস খুনিদের, লাশ আনার জন্য পরিবারকে বার্তা

হঠাৎ মেসি রেগে গেলো কেন!

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : শিরোনাম পড়ে চোখ কপালে উঠলো? ওঠারই কথা। তবে মেসি সমর্থকদের তাতে বয়েই গেছে। বিশ্বের সেরা ফুটবলারের এমন রেগে যাওয়াই তো সমর্থকদের জন্য আনন্দের।

ন্যু ক্যাম্পে একটি নয় দুটি নয়…. চার চারটি গোল করলেন লিওনেল মেসি। চার ম্যাচে গোল না করার আগুণে পুড়লো এইবার। মেসির দেওয়া এক হালি গোলের সুবাদে লা লিগার ম্যাচে এইবারকে ৫-০ গোল ব্যবধানে হারালো বার্সেলোনা। অন্য গোলটি এসেছে আর্থারের পা থেকে। অধিনায়কের অতিমানবীয় পারফরম্যান্সের দিনে লা লিগায় আবার শীর্ষে উঠলো কাতালান ক্লাবটি।

২৫ ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রয়ে ৫৫ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ন্যু ক্যাম্পে প্রথমে জালে বল জড়ায় এইবার। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এরপরে শুরু মেসি জাদু। ৩৯৮ মিনিটের গোলখরা কাটিয়ে ম্যাচের ১৪ মিনিটে ইভান রাকিতিচের অ্যাসিস্টে করেন গোলের সূচনা। ৩৭ মিনিটে ভিদালের পাসে বার্সাকে এগিয়ে দেন দ্বিগুণ ব্যবধানে। এর তিন মিনিট পর পূর্ণ করেন লা লিগায় নিজের ৩৬তম হ্যাটট্রিক। চলতি মৌসুমে প্রতিযোগিতাটিতে এটি মেসির তৃতীয় হ্যাটট্রিক। এর আগে সেল্টা ভিগো ও রিয়াল মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

এদিন অভিষেকে নজর কেড়েছেন চলতি সপ্তাহে বার্সায় যোগ দেওয়া মার্টিন ব্রাথওয়েট। শেষ দুটি গোলে অবদান রাখেন ২৮ বছর বয়সী এই ড্যানিশ ফরোয়ার্ডের অবদান। ৮৭ মিনিটে তার অ্যাসিস্টে মেসি করেন চতুর্থ গোল। আসরে এ নিয়ে মেসির গোলসংখ্যা দাঁড়ালো ১৮তে। চলতি আসরে যা সর্বোচ্চ।

এবারের আসরে সর্বোচ্চ ১২টি অ্যাসিস্টও তার। দুই মিনিট পর ব্রাথওয়েট সরাসরি শট করেন গোলমুখে। গোলরক্ষক ঠেকালেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ফিরতি বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার।

আগামী ১ মার্চ নিজেদের পরবর্তি লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

আজকের ম্যাচ নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ম্যাচে ৪ গোলের কৃতিত্ব দেখালেন মেসি। প্রায় ৭ বছর পর পেলেন ম্যাচে আবার ৪ গোলের দেখা। প্রথমবার ২০১০ সালের এপ্রিলে আর্সেনালের বিপক্ষে।

এরপরে ২০১২’র ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একই বছর লা লিগায় আবার করেন। তবে এবার এস্পানিওলের বিপক্ষে। সবশেষ ২০১৩ সালের জানুয়ারিতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!