1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

রাতে আড্ডা দেয়ায় বান্দরবানে স্কুল-কলেজের ২৬ শিক্ষার্থী আটক, মুচলেকায় অভিভাবকদের জিম্মায় মুক্তি

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

বান্দরবান : রাতের বেলা বাইরে জটলা বেঁধে আড্ডা দেয়ার কারনে বিভিন্ন স্কুল-কলেজের ২৬ ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা বেশির ভাগ ১৫ থেকে ১৮ বছর বয়সের।
পুলিশ জানায়, করোনা ভাইরাসের সচেতনতায় সরকার দেশের সকল স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে, যাতে শিক্ষার্থীরা বাসা থেকে বের না হয়। এছাড়াও কোথাও একসাথে জমায়েত না হওয়ার জন্যও বলা হয়েছে। কিন্তু শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে, উঠতি বয়সের শিক্ষার্থীরা জমায়েত হয়ে আড্ডা দিচ্ছে। তাই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (ডিএসবি) আলী হোসেন জানান, করোনা ভাইরাস সচেতনতার কারনে বাইরে কোথাও জমায়েত না হতে বলা হয়েছে। কিন্তু তারা বাসায় না থেকে রাতের বেলা বাইরে জটলা বেঁধে আড্ডা দিচ্ছিল। তাই তাদের আটক করে প্রাথমিকভাবে সতর্ক করে অভিভাকদের ডেকে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে বাইরে জমায়েত অবস্থায় পেলে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, বান্দরবানে করোনা ভাইরাস সচেতনতায় পর্যটন স্পটসহ সব আবাসিক হোটেল বন্ধ করে দেয়া হয়েছে এবং বিদেশ ফেরত নাগরিকসহ ৪৮ জন কোয়ারেন্টাইনে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!