1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

তাপমাত্রা ৫.৭ ডিগ্রিতে, পঞ্চগড় কাঁপছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার আরো অবনতি ঘটেছে। রেকর্ড হয়েছে বছরের সর্বনিম্ন তাপমাত্রা।

এখানের তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে এসেছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দপ্তর জানায়, বৃহস্পতিবার পঞ্চগড়ে বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের তুলনায় সর্বনিম্ন।

এদিকে তাপমাত্রা যতই কমছে, ততই বাড়ছে শীত। রাত নামার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলা। ছিন্নমূল ও দরিদ্র মানুষের বাড়ছে দুর্ভোগ। পর্যাপ্ত শীতবস্ত্র ছাড়া এ জেলায় শীত কাটানো অসম্ভব হয়ে পড়ছে। তাই গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও দরিদ্র মানুষের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। কেউ খড়কুটা জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের।

এই তীব্র শীতে জেলার দুই লাখ দুস্থ মানুষের জন্য সরকার বরাদ্দ দিয়েছে মাত্র ২৮ হাজার শীতবস্ত্র। বিতরণে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। চলছে স্বজন প্রীতিও।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল তা কমে আজকে একেবারে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছেছে।

তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান রহিদুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!