1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও প্রকাশের মামলায় যুবক গ্রেফতার স্থানীয় এমপি বন্ধু প্রার্থীর পক্ষ নেয়ায় প্রার্থীতা প্রত্যাহার বিএফইউজের সম্পাদক শিবলী সাদিক’র সাথে ঝিনাইগাতীর সাংবাদিকদের মতবিনিময় বান্দরবানে কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীসহ আরও ৭জন কারাগারে নান্দাইলে খুন করে উল্লাস খুনিদের, লাশ আনার জন্য পরিবারকে বার্তা ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক : অপু বিশ্বাস কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ এমওইউ আরও কর্মী নিতে কাতারের আমিরের প্রতি রাষ্ট্রপতির আহ্বান যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে উচ্চমূল্যের মাদক আসছে দেশে বান্দরবানে কুকি-চিনের সদস্য নিহত

বান্দরবানে বাইকে চেপে পাঁচ যুবকের ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

বান্দরবান : অসহায় দরিদ্র দিনমজুর মানুষের কথা সবাই ভাবলেও সমাজের মানসিক প্রতিবন্ধী পাগলদের কথা কজনই বা ভাবেন আর গোটা পৃথিবীর মানুষের স্বাভাবিক জীবন যেখানে সঙ্কটাপন্ন এমন সঙ্কটময় পরিস্থিতিতে তাদের কথা হয়ত ভুলেও গেছে অনেকে।
দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাই যখন বাড়িতে অবস্থান করছে ঠিক সে সময় রাতের বেলা জনমানবহীন রাস্তায় পাঁচ যুবক বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে শহরের অলিতে-গলিতে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী পাগলের সন্ধানে। উদ্দেশ্য ক্ষুধার্ত পাগলদের মুখে খাবার তুলে দিবে।
শনিবার (২৮ মার্চ) রাতে বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় তিনটি বাইক নিয়ে ঘুরতে দেখা গেছে এমন পাঁচ যুবককে। বাইকের সামনে লিখা ভারসাম্যহীন পাগলদের জন্য খাবার।
জানা গেছে, বান্দরবান শহরে বসবাসরত পাঁচ বন্ধু শিমুল বাবলু রিজবি জিকু আল আমিন নিজেদের জমানো টাকায় বাজার করে বাসায় রান্না করে বাইকের পিছনে খাবার নিয়ে শহরের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে ২৫ জন মানসিক ভারসাম্যহীন পাগলের হাতে ভাতের প্যাকেট ও পানি তুলে দেয় তারা।
এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে শিমুল দাশ জানান, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে আমরা মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু সামর্থ্য না থাকায় বড় কিছু করার উদ্যোগ নিতে পারিনি এমন সময় বড় বাই রাজেশ দাশ আমাদের পরামর্শ দিয়েছে ভারসাম্যহীন পাগলদের জন্য কিছু করতে কারণ চারদিকে দোকানপাট সব বন্ধ। খাবারের দোকানও বন্ধ। অন্য সময় তারা খাবারের দোকানে গিয়ে খুঁজে খুঁজে খেতে পারে। কিন্তু এখন সবকিছু বন্ধ সাধারণ মানুষও অনেকে নিজেদের খেতে কষ্ট হচ্ছে। এসময় পাগলগুলো খাবার পাবে কই? কে বা তাদের খাবার দিবে? বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের ও হচ্ছে না। তাই চিন্তা করলাম, এসব ক্ষুধার্ত পাগলদের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলে তারা ক্ষধার জ্বালা থেকে বাঁচবে। কারণ তারা ক্ষুধা লাগলে কাউকে বলতেও পারবে না। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ৪এপ্রিল পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। প্রতিদিন দুপুরে ও রাতে আমরা তাদের খাবার দিব। তাদের এ উদ্যোগে কেউ শামিল হতে চাইলে তাদেরকেও স্বাগত জানান তারা। প্রয়োজনে কেউ দিতে চাইলে তারা সে খাবার নিয়ে এসে বিলি করবেন বলেও জানান।
দেশব্যাপী সঙ্কটময় এ পরিস্থিতিতে ভারসাম্যহীন পাগলদের পাশে দাড়ানো পাঁচ যুবকের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের বাসিন্দারা।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!