1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব : খাদ্যসহায়তা নিয়ে ফটোশেসন উৎসব

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : করোনার মহামারির সংক্রমন ঠেকাতে নির্দেশনা দেয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। লোকজনকে বাড়িঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। পুরো কলাপাড়া লকডাউন করা হয়েছে।
কিন্তু কলাপাড়ার অনেক হাঁট-বাজারে মানুষে সয়লাব হয়ে যাচ্ছে। বসছে সাপ্তাহিক হাট-বাজার। এছাড়াও বিকেল হলেই গ্রামীণ হাট-বাজারে বাড়ছে মানুষের ভিড়। দর্শনীয় স্থানসহ পর্যটন স্পটে বজায় থাকছে না সামাজিক দূরত্ব। এর ফলে সরকারের করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় জেলার অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠিত করোনা বিস্তার রোধের কমিটি অকার্যকর হয়ে আছে এমন অভিযোগ সচেতন মহলের।
সরজমিনে দেখা যায়, ধানখালীর নোমর হাঁটে বসেছে জমজমাট সাপ্তাহিক হাট। বাবলাতলা ও ধানখালীর কালুরহাটে দেখা গেছে জমজমাট সাপ্তাহিক হাট। মঙ্গলবার কলাপাড়া পৌর শহরে বসেছে জমজমাট সাপ্তাহিক হাট। মহিপুর বন্দরে প্রতিয়িত চলে গণসমাগম। ইট ভাটার মালিকরা তাদের ভাটার কার্যক্রম চালু রেখেছেন। এতে প্রায় শতাধিক শ্রমিক ভাটায় জড়ো হয়ে ট্রলার কিংবা ট্রলিতে ইট লোড-আনলোড করা হচ্ছে। একইভাবে বালু বিক্রির গদি গুলোতেও শতাধিক শ্রমিক দ্বারা বালুর জাহাজে লোড-আনলোড করা হচ্ছে।
অপরদিকে লকডাউন চলমান থাকায় থেমে গেছে নি¤œ আয়ের মানুষের জীবনের চাকা। নিত্যদিনের মত শ্রম বিক্রি করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে খেটে খাওয়া মানুষেরা রান্নার চুলা জ্বালাতে যখন হিমশিম খাচ্ছে। চাল, ডাল, তেল, আলু, লবন, পেঁয়াজ, সাবান সম্মিলিত সরকারী খাদ্য সহায়তার ঘোষনা এসব মানুষের জীবনে নতুন আলোর সঞ্চার করেছে। খেটে খাওয়া মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছে। সরকারের এ খাদ্য সহায়তা অপ্রতুল হলেও ক্ষুধার্ত মানুষগুলোর আক্ষেপ নেই।
এদিকে মানুষের বাড়ি-বাড়ি খাদ্য সহায়তার প্যাকেজ নিয়ে ক্ষুধার্ত মানুষগুলোকে দাড় করিয়ে একশ্রেণির ফটোশেসনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ বিতরণের প্রচার চালাচ্ছে। বিভিন্ন সংগঠনের নামে যৎসামান্য খাদ্য সহায়তা নিয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে একশেণির মানুষ। ইচ্ছের বিরুদ্ধে অপ্রতুল খাদ্য সহায়তা নিয়ে ফটোশেসনকারীদের দৌরাত্ম নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন এসব খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সোমবার শেষ বিকেলে লালুয়ার বানাতিবাজারে গিয়ে জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনায় সেনাবাহিনী ও প্রশাসন যৌথভাবে মাইকিং করছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!