1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

চিরিরবন্দরে খেটে-খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ইউএনও

  • আপডেট টাইম :: বুধবার, ১ এপ্রিল, ২০২০

চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরে অসহায় গরীব-দুঃখী, খেটে-খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের দরজায় গিয়ে নিজে পাশে দাঁড়িয়ে থেকে ত্রাণ বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আয়েশা সিদ্দীকা।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনারুল ইসলাম। গত ৩১শে মার্চ মঙ্গলবার সকাল থেকেই শুরু সাঁইতাড়া ও আলেঅকডিহি ইউনিয়নে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি করে ডাল বিতরণ করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার এই প্রথম গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অস্হায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এর আগে কখনো এত স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ হয়নি।
– মিজানুর রহমান মিজান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!