1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

শ্রীবরদীতে সেনাবাহিনীর সতর্কতামূলক প্রচারণা ও জীবানুনাশক স্প্রে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রীবরদীতে সেনাবাহিনীর পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে সতর্কতামূলক প্রচারণা ও জীবানুনাশক স্প্রে করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে তারা ওই প্রচারণা ও জীবনুনাশক স্প্রে করা হয়।
সেনা সদস্যরা হ্যান্ড মাইক ও প্ল্যা-কার্ড প্রদর্শন করে করোনা ভাইরাস থেকে রক্ষার বিষয়ে বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহব্বান জানান। জনসাধারণকে সতর্কতা মূলক বিভিন্ন পরামর্শ দেন।
সেনাবাহিনীর টহল দলটি লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের চৌরাস্তা, পশ্চিম বাজার, উত্তর বাজার, মধ্যবাজারসহ বিভিন্ন রাস্তায় ও যানবাহনে জীবানুনাশক স্প্রে করে ও জনসচেতনামূলক প্রচারণা চালায়।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!