1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী উৎপাদন বাড়লেও হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা নালিতাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও প্রকাশের মামলায় যুবক গ্রেফতার স্থানীয় এমপি বন্ধু প্রার্থীর পক্ষ নেয়ায় প্রার্থীতা প্রত্যাহার বিএফইউজের সম্পাদক শিবলী সাদিক’র সাথে ঝিনাইগাতীর সাংবাদিকদের মতবিনিময় বান্দরবানে কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে এক নারীসহ আরও ৭জন কারাগারে নান্দাইলে খুন করে উল্লাস খুনিদের, লাশ আনার জন্য পরিবারকে বার্তা ব্যক্তিগত বিষয়গুলো টেনে আনা লজ্জাজনক : অপু বিশ্বাস

স্বেচ্ছা লকডাউন: অদ্ভুত বাঙালির প্রাসঙ্গিক কথা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

– মনিরুল ইসলাম মনির –

করোনাভাইরাসের প্রাদুর্ভাব আমাদের দেশে প্রবেশের পর থেকেই প্রশাসন খুবই তৎপর ছিল। রাস্তায় লাঠিপেটা, কান ধরানো থেকে জরিমানা ইত্যাদি। বিনিময়ে আমরা তীরস্কারে ঝালাপালা করেছি তাদের। মানছি, কিছু ভুল প্রয়োগ হয়েছে। শত কাজের মাঝে ভুল কিছু হওয়াটাই স্বাভাবিক। আমরা প্রশাসনের কোনপ্রকার নিষেধাজ্ঞা মানিনি। উল্টো ঈদের মতো আমেজ বইয়ে দিয়েছি সবখানে। এখনও কিছু কিছু জায়গায় চলছে সেই আমেজ।
কিন্তু যেদিন শেরপুর ও শ্রীবরদীতে দুইজনের করোনাভাইরাস পজেটিভ হওয়ার খবর চাওর হলো, সেদিন থেকেই আর প্রশাসন খুব একটা লাগছে না। গতকাল (সোমবার) থেকে নিজ নিজ এলাকায় নিজেরাই লকডাউন দিয়ে রাখা শুরু করেছি। করোনায় আক্রান্ত সন্দেহভাজন কাউকে এলাকায় দেখা গেলেই মুহূর্তেই এ নিয়ে হৈচৈ পড়ে যাচ্ছে। রাস্তা-ঘাটে যত্রতত্র গাছ-বাঁশ ফেলে চলাচল বন্ধ করা হচ্ছে। এখন আর প্রশাসন লাগে না। এমনকি জরুরী পণ্যবাহী (অনুমোদিত) যানও এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।
আমি গতকাল (সোমবার) থেকে স্বেচ্ছায় লকডাউনে থাকার ঘোষণা দিয়ে আজ (মঙ্গলবার) বিকেলে পেশাগত জরুরী কাজে বেরিয়েছিলাম। বাবারে বাবা! বারমারী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারে অন্তত ৬ জায়গায় রাস্তায় বেড়িকেট ছাড়িয়ে যেতে হয়েছে। সত্যিই অদ্ভুত আমরা! আবার দেখলাম, রাস্তা বেড়িকেট দিয়ে লকডাউন করে নিজেরা কয়েকজন মিলে একসাথে দাড়িয়ে গল্প-গুজব করছে! আমরা কতো অদ্ভুত, তাই না? বাঙালি বটে!
প্রশাসন বললে শোনি না। আবার আশপাশে করোনার খবর শোনে অতি সতর্কতা অবলম্বন করি। অবস্থা এমন যে, রাস্তা-ঘাটে বেড়িকেট। অথচ নিজেরা ভিতরে ভিতরে সামাজিক দূরত্ব ভুলে যাচ্ছি…।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!