1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

আমার প্রতি ভালোবাসা 

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০
– ফয়সাল আলম রাকিব – 
সপ্তাহ যাবত অসুস্থ, জ্বর-কাঁশিতে ভূগছে।
পথ্যবিহীন রয়েছে বিছানায়।
একা একা পড়ে পড়ে শুধুই তিনি ধুঁকছে।
ছেলে তার কাছে আসতেও ভয় পায়।
কি জানি এক ভাইরাস নাকি চলছে বিশ্বজুড়ে।
তাই ছেলেকে ডেকে মা কয়
বাবা, তোর জন্য মোর মনটা পুড়ে
দিলে লাগে ভয়।
যাস না কোথাও বাড়ির বাইরে
সময়-অসময়ে।
তুই ছাড়া তো মোর কেউ নাইরে
থাক না বন্দি হয়ে।
মা’রে ডেকে ছেলে বলে
তুই কোথায় গিয়েছিলি?
কি এমন করেছিলি যার ফলে
জ্বর বাধিয়ে এলি?
আর বলিস না, ওই যে থাকে বিদেশে
চেয়ারম্যানের ছোট ছেলে।
খবর দিয়েছে বাড়ি এসে
আমায় দেখবে বলে।
কাজ করতাম তাঁদের বাড়ি আমি কত আগে
ভূলেনি এখনও আমায়।
তাই আমিও গেছিলাম দেখতে -সোহাগে
কি জানি এক মায়ায়।
একদিন বাদেই চেয়ারম্যান বাড়ি
অনেক লোকের ভীড়।
চাতালজুড়ে পুলিশের গাড়ি
ঝামেলা হয়ত ফির।
ছোট সাহেব অসুস্থ – জানা গেল
করোনায় আক্রান্ত।
গ্রামবাসীদের মুখ শুকাল, এক মিনিটে সব পালাল
হঠাৎ করেই শান্ত।
মূর্খ- সূর্খ মানুষ আমি বুঝি না
এ কেমন  রোগ।
জবাবও আমি খুঁজি না
যাই হবার হোক।
এইসব শুনে ছেলে
যেন পড়ল আকাশ থেকে।
কোথায় এখন মা কে ফেলে
পালাবে কোথায় রেখে।
ছেলে তখন মাকে বলে গিয়ে একটু দূরে
করোনা হলো মহামারী।
ক্যান যে তুই গেছিলি মা’রে
চেয়ারম্যানের বাড়ি।
মরবি তুইও এখন
সাথে নিয়ে আমায়।
একটু আগেও ছুঁইলাম তোকে যখন
পানি দিলাম তোর মাথায়।
এমন ব্যধি এই করোনা
খুব সহজেই ছড়ায়।
ধরলে একবার আর ছাড়ে না
নাই তো বাঁচার উপায়।
মরণ যদি হয়ই মোর
এই করোনায়।
শেষ গোসলটা দিস রে বাপ তোর
লাগে বড় দোহাই।
দাফন কাফন শেষে
দিসরে মাটি কবরে।
শান্তি যেন পাইরে বাপ অবশেষে
গিয়েও আধাঁর ওপারে।
পাগল নাকি! কে আসবে বল
দেখতে তোর ঐ লাশ?
হবে না মা জানাযা তোর, সবাই বলবে চলরে চল
থাকলেই সর্বনাশ।
দিবে না মাটি কবরে তোকে
হবে গণকবর।
কোনখানেতে কখন কাকে
জানবে না কেউ খবর।
বাপ, তুইও কি ছুঁইবি না মোর
শক্ত মরদেহ।
এই দুনিয়ায় যাকে ছাড়া তোর
আর ছিল না কেহ।
তুইও যদি মরিস, আমিও যদি মরি
তবে দুনিয়ায় কে রবে?
মা আমি বাঁচতে চাই, বাঁচার চেষ্টা করি
বাঁচতে আমার হবে।
এই শুনে মায়ের মরণ
করোনায় কি হয়?
জিন্দালাশ মা তখন
নাই মরণের ভয়।
তোর জন্য মোর জীবন বেলা
কাটালাম অবহেলায়।
আর তুই দেখালি দারুণ খেলা
দারুণ অবলীলায়।
দোয়া করি হয়ে যা অমর
মরণ যেন না হয়।
পাষাণ এত জানা ছিল না আমার
হোক তোর মতদের জয়।
সুস্থ আমি, হয়নি করোনা মোর
শুধু ছিল তোকে চেখে নেওয়ার আশা।
দেখেনিলাম আমার জন্য তোর
কেমন ভালোবাসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!