1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটি জেনেও যাত্রা করেছিল বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যান্ত্রিক ত্রুটি জানার পরও যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের বিধ্বস্ত উড়োজাহাজের পাইলট। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে করাচি মডেল টাউনে ৯৮ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) মুখপাত্র আব্দুল্লাহ হাফিজ জানান, এ৩২০ এয়ারবাস পিকে ৮৩০৩ ফ্লাইটে ৯০ জন যাত্রী ও আট জন ক্রু ছিল। এটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। অবতরণের আগ মুহূর্তে এটি বিধ্বস্ত হয়।

পিআইএ’র নির্বাহী কর্মকর্তা এয়ার মার্শাল আরশাদ মালিক জানান, পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানিয়েছিলেন কন্ট্রোল রুমকে। অবতরণের পরিবর্তে তিনি যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরও উড়োজাহাজটির অবতরণের জন্য দুটি রানওয়ে প্রস্তুত রাখা হয়েছিল।

সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল জানান, উড়োজাহাজটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে। এখন উদ্বেগের বিষয় হচ্ছে ওই এলাকায় কতজন হতাহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!