1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু ঝিনাইগাতিতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী জিআই স্বীকৃতি পেলো টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত: অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ পবিত্র ভোটের মাধ্যমে নালিতাবাড়ীতে থাকার সুযোগ চাইলেন হাজি মোশারফ গাজায় গণকবর: স্বাধীন তদন্তের নির্দেশ জাতিসংঘের, দাবি আন্তর্জাতিক সংস্থাগুলোর ৪১.৬ ডিগ্রিতে তাপমাত্রা, ১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ নালিতাবাড়ীতে ছাগলে ধানক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, মারধর

বাসে ডাকাতি ও ধর্ষণ: লোমহর্ষক বর্ণনা দিলেন ভুক্তভোগী নারী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

টাঙ্গাইল: কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসে ডাকাতির পর ধর্ষণের ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাইজিংবিডির প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সেই রাতে কী ঘটেছিল, বিস্তারিত জানান তিনি।

ভুক্তভোগী নারী বলেন, ‘ছয় ডাকাত পালাক্রমে ধর্ষণ করে। বাসের আরও এক নারী নির্যাতনের শিকার হয়েছেন।’

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসটি সিরাজগঞ্জ পৌঁছালে রাতের খাবারের জন্য বিরতি দেওয়া হয়। বিরতি শেষে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ২০-২২ বছর বয়সী তিনটি ছেলে ওঠে।

তারা জানান, সামনের তাদের আরও লোক আছে। কিছু দূর যাওয়ার পর আরও চারজন ওঠে। তাদের মধ্যে থেকে একজন বলেন, সামনে আমাদের আরও লোক আছে। এর কিছুক্ষণ পরে আরও ছয়জন ওঠে। এভাবে ১৩ জন ওঠে। ওরা সবাই বাসের পেছনের সিটে বসে।

বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পেছন থেকে তিনজন ওঠে এসে সামনে নামার কথা বলে চালকের পাশে বসে। একপর্যায়ে চালককে উঠিয়ে তাদের মধ্যে থেকে একজন গাড়ি চালানো শুরু করে। তারা বাসের চালক ও সুপারভাইজারকে পেছনে নিয়ে আসে। প্রথমে ছেলেদের, এরপর মেয়েদের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলা হয়। পরে মোবাইল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট করে নেয় ডাকতরা। এ সময় অনেক যাত্রীকে মারধরও করা হয়।

ভুক্তভোগী নারী বলেন, ‘ডাকাতি শেষ হওয়ার পর ওই দলের ছয়জন আমাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় আমার হাত ও চোখের বাঁধন খুলে দেওয়া হয়। পরে গাড়ির গতি কমিয়ে ডাকাতরা বিভিন্ন জায়গায় নামতে থাকে। এক সময় ডাকাত দলের চালক গাড়ির জানালা দিয়ে নেমে যায়। এ সময় বাসটি খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের লোকজন আমাদের উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘বাস থেকে বের হওয়ার পর স্থানীয় লোকজন ও পুলিশের কাছে ডাকাতি ও ধর্ষণের ঘটনা খুলে বলি। তারা আমাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বুধবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।’

ধর্ষণের শিকার নারীর জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভিন বলেন, ‘তিন সদস্যের মেডিকেল টিম ওই নারীর পরীক্ষা করেছে। কিছু সাইন পজিটিভ আছে, সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!