1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র, জানাজা ও দাফন নিয়ে যা জানা গেল কোন ডিবি সাধারণ পোশাক পরে আসামি গ্রেপ্তার করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক সাবেক মন্ত্রী, মেয়র ও এমপির ১০ বাড়ি এখন ‘পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি’ ৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য চট্টগ্রাম আদালতের ১ হাজার ৯১১ মামলার নথি গায়েব, থানায় জিডি জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার চলে গেলেন রুপালি পর্দার ‘নবাব’ প্রবীর মিত্র

কমেছে কুয়াশা, ঝলমলে রোদ দেখা দিলো ঢাকায়

  • আপডেট টাইম :: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি। তবে নতুন বছরের প্রথম দিন থেকে শীত বেশি অনুভূত হচ্ছিল। টানা দুদিন পর শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার পর রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। তবে হালকা কুয়াশাও রয়েছে। তবে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ ভোর ছয়টায় ঢাকা ও আশপাশের জেলার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনে তা সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াতে নামতে পারে।

জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়ছে, চলতি মাসে দেশে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

চলতি সপ্তাহের শেষের দিকে কুয়াশা কেটে শৈত্যপ্রবাহ দাপট দেখাতে পারে বলে এর আগে জানিয়েছিলেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, দুই তিনদিন পর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমশ কমে শৈত্যপ্রবাহ আসতে পারে।জানুয়ারির ৬ থেকে ৭ তারিখের পর রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। আগামী ১০ জানুয়ারির পর থেকে তীব্র শীতের মধ্যে দেশের উত্তরের জেলা অর্থাৎ রাজশাহী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সকালে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলায় শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

রবিবারের আগাম পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে। সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

উল্লেখ্য, সাধারণত কোনো স্থানে তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে সেখান মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com