ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘এখানে সামাজিক দূরত্ব বজায় না রাখলে ঝুঁকি বেড়ে যাবে, সেই ক্ষেত্রে দুই সিটের মধ্যে এক সিট বাদ দিতেই হবে। ’
শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর বনানীতে পরিবহন মালিক ও পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে বিআরটিএ কর্তৃপক্ষের বৈঠকে তিনি এ কথা বলেন।
মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘বাসের ভাড়া যখন বেড়ে যাবে তখন অনেকেই বলবে যে আমার ভাই, আমার মা বা আমার স্ত্রী। তারা দাবি করতে পারেন যে পাসের সিটে বসতে দিতে হবে। সেক্ষেত্রে নিকটাত্মীয় চিহ্নিত করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। গ্রাম থেকে যখন এক সঙ্গে আসবে তখন অনেকেই পাশাপাশি বসতে চাইবে। ’
বৈঠকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল প্রস্তাব রেখে বলেন, ‘সামাজিক দূরত্ব রাখতে হলে ৫০ শতাংশ যাত্রী রাখতে হবে। আর ভাড়া নির্ধারণ করে কাউন্টারে কাউন্টারে টানিয়ে দিতে হবে। নয়তো বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে যাত্রীদের ঝামেলা হতে পারে। ’
পরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রস্তাব ও বৈঠকে উপস্থিত সবার মতামতের ওপর বৈঠকের সভাপতি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘অর্ধেক সিট খালি রেখেই গাড়ি ছাড়তে হবে। সীমিত পরিসরে বলা হয়েছে সেক্ষেত্রে ৫০ শতাংশ। ’
মল্লিক ফখরুল আরও প্রস্তাব করে বলেন, ‘রাস্তার মধ্যে যাত্রী না নেওয়ার বিষয়ে নিশ্চিত করবে গাড়ির ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পাররা। কারণ রাস্তার সব জায়গায় পুলিশ থাকবে না। তাই তাদেরকেই এই কাজ করতে হবে। ’
বৈঠকে ঢাকা মেট্রোপলিটনের এক অতিরিক্ত পুলিশ কমিশনার প্রস্তাব করে বলেন, ‘ভাড়া নির্ধারণের বিষয়ে মালিক, শ্রমিক, যাত্রী সবার সুবিধার কথা চিন্তা করেই করতে হবে। সব গাড়িতে টিকিটের মাধ্যমে ভাড়া নিতে হবে। তাহলে সবাই লাইন ধরে গাড়িতে উঠবে আর সামাজিক দূরত্ব কিছুটা হলেও বজায় থাকবে। এই বিষয়ে জনগণকে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতন করতে হবে।’