1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

মাদারীপুরে হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

মাদারীপুর: মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়। পরে তার পরিবার ও স্বজনরা এ অভিযোগ করে। তবে পুলিশ বলছে, অপমৃত‌্যুর মামলা হবে। ম‌্যাজিস্ট্রেট এ বিষয়ে তদন্ত করবে।

নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদারীপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামি করা হয় হযরত মাতুব্বরকে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে হঠাৎ অসুস্থ অবস্থায় হযরতকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।

এদিকে হযরতকে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে দাবি করছেন স্বজনরা। নিহতের ছেলে সাব্বির মাতুব্বর বলেন, ‘আমার বাবাকে জেলখানার লোকজন পিটিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া বলেন, ‘আপাতত অপমৃত‌্যুর মামলা হবে। যেহেতু জেলাখানার ভিতরের বিষয়, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তদন্ত করবেন। সেই মোতাবেক পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com