লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী বন্দর এলাকায় এক যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পরে তার মরদেহ পুড়িয়ে ফেলেছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আমাদের সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে আসছেন। ওনারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনাস্থলেই আছি।‘
স্থানীয়রা জানিয়েছেন, রাতে স্থানীয় জনসাধারণ একজনকে পিটিয়ে মেরে ফেলার পর তার মরদেহে আগুন লাগিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়েছে।