বাংলার কাগজ ডেস্ক: ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সারাদেশে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস। করোনায় কর্মহীন হয়ে পড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধাণ্য দেয়া হচ্ছে বলে জানিয়ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও যুব সমাজকে আত্মনির্ভরশীল করতে জামানত ছাড়া সহজ শর্তে ঋণ দেয়ার কথা জানান তিনি।
একটি দেশ ও জাতির প্রাণশক্তি, অনাগত আগামী আর বর্তমানের সেতুবন্ধনই হলো যুবসমাজ। বাংলাদেশের ইতিহাস যেন তারই স্বাক্ষ্য দিচ্ছে। ৫২-র ভাষা আন্দোলন, গৌরবের মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন জাতির যেকোনো সংকটে যুবারা রেখেছে অগ্রগণ্য ভূমিকা।যুবশক্তিকে উৎসাহ যোগাতে ১ নভেম্বর পালন করা হয়, জাতীয় যুব দিবস। যুবসমাজের সৃজনশীলতা আর কর্মস্পৃহার প্রতি আস্থা রেখে মুজিব বর্ষে পালিত হবে, বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস।শ্লোগানটি বাস্তবায়নে মুজিববর্ষ ও কোভিড-19 কে সামনে রেখে বঙ্গবন্ধু যুব ঋণ, গ্রামে আত্মকর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, তিন বছরে সাড়ে ৭ লাখ যুবকদের প্রশিক্ষণ দেয়া হবে। এরমধ্যে অন্তত ৫০ শতাংশ যুবকদের ৪ শতাংশ সুদে ঋণ দেয়া হবে।
প্রতিমন্ত্রী জানান দেশের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে যুবশক্তিকে সম্পৃক্ত করতে চায় সরকার। গত এক দশকে আড়াই লাখেরও বেশি প্রশিক্ষিত যুবককে প্রায় সাড়ে ১১শ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। করোনা কালের বিষয়টি বিবেচনায় নিয়ে ভার্চুয়াল ইয়ুথ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করবে সরকার। যার মধ্য দিয়ে বারো লক্ষ যুবার আত্মকর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।