1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

গৃহবধূ ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০

কুষ্টিয়া : কুষ্টিয়া কুমারখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় জুয়েল (৩০) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন— কুমারখালী উপজেলার সদরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. জুয়েল (৩০)।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় আসামি জুয়েল তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। ২০১৯ সালের ৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় স্বামীর অনুপস্থিতিতে ঘর থেকে বেরিয়ে ওয়াসরুমে প্রবেশকালে আসামি গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এসময় ভিকটিম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হওয়া দেখে আসামি পালিয়ে যান।
এঘটনায় গৃহবধুর স্বামী মো. রিংকু শেখ বাদী হয়ে জুয়েলের নাম উল্লেখ করে কুমারখালী থানায় ধর্ষণ অভিযোগে মামলা করেন।

তদন্ত শেষে ২৮/১১/২০১৯ তারিখে আসামি জুয়েলের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল হালিম জানান, কুমারখালী থানার গৃহবধূ ধর্ষণ মামলাটি চার্জগঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com