1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

ওমরাহ পালনে এখনো নির্দেশনা পায়নি বাংলাদেশ

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: বিদেশীদের জন্য ওমরাহ পালন উন্মুক্ত করেছে সৌদি সরকার। স্বাস্থ্যবিধি ও কঠোর নীতিমালা মেনে গতকাল থেকে ওমরায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বিদেশীরা। ওমরাহ চালুর তৃতীয় ধাপে এ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওমরাহ পালনে এখনো কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ।

জানা যায়, গতকাল থেকে মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে। মসজিদুল হারাম ও মসজিদ নববী পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার জানিয়েছেন, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ তৃতীয় ধাপে ওমরাহযাত্রী ও মুসল্লিদের অংশগ্রহণের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিদেশীদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করেছে সৌদি সরকার।

বিশেষ নির্দেশনাগুলো হলো : এক. ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরার আবেদন সম্পন্ন করতে হবে। দুই. করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে। তিন. ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে। চার. সৌদি আরব পৌঁছে সব ওমরাহযাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং পাঁচ. ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

বাংলাদেশ এখনো নির্দেশনা পায়নি : জানা যায়, বিদেশীদের জন্য পবিত্র কাবা ঘর খুলে দেয়া হলেও বাংলাদেশ এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পায়নি। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসাইন জানান , এ ব্যাপারে সৌদি সরকার থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি।

বাংলাদেশ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, এ ব্যাপারে আমরা সরকারিভাবে এখনো কোনো নির্দেশনা পায়নি। এ দিকে গতকাল রোববার হাবের পক্ষ থেকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি চিঠি দেয়া হয়েছে। হাবের মহাসচিব ফারুক আহমদ সরদার স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ইতোমধ্যে মিসর, পাকিস্তানসহ অনেক দেশ ওমরাহ কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ থেকেও শিগগিরই ওমরাহ কার্যক্রম শুরু করার জন্য সৌদির ওমরাহ এজেন্সিগুলো প্রক্রিয়া শুরু করার তাগিদ দিচ্ছে। এজন্য ওমরাহ লাইসেন্সের বৈধতা তালিকা প্রকাশ করা এবং প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। এ ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য হাবের পক্ষ থেকে মন্ত্রণালয়ের প্রতি অুনরোধ জানানো হয়।

হাবের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান গতকাল জানান, আমরা আশা করছি আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ থেকে ওমরাহ যাত্রী যাওয়া শুরু হতে পারে। এজন্য হজের পর নতুন বছর শুরু হওয়ায় ওমরাহ লাইসেন্স নবায়নসহ আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে। সে ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com