1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

এক বছর পেরিয়ে গেলেও ধরাছোয়ার বাইরে রহস্যঘেরা অমি হত্যার প্রধান আসামী

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : খেলার কথা বলে ডেকে নিয়ে স্কুলছাত্র আকিব ইসলাম খান অমি হত্যার পর গুমের এক বছর পূর্ণ হলো আজ। চাঞ্চল্যকর এ মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ তদন্তাধীন এবং হত্যাকান্ডের পুরো ইতিহাস আইনশৃঙ্খলা বাহিনীর হাতে থাকলেও ধরা পড়েনি প্রধান আসামী ও মূল পরিকল্পনাকারী হীরা।
নিহত অমির পরিবার ও মামলার বিবরণী থেকে জানা গেছে, সরকারী চাকুরীজীবি আব্দুর রউফ খান নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর মহল্লার একজন বাসিন্দা। তার সর্বকণিষ্ঠ পুত্র আকিব ইসলাম খান অমি স্থানীয় শাহীন স্কুলে পঞ্চম শেণিতে পড়াশোনা করত। অমিদের প্রতিবেশি সাব্বির আহমেদ রাব্বী ওরফে ওমর কাজী রাব্বী ও হীরা। রাব্বী দশম শ্রেণিতে পড়াশোনা করা অবস্থায় ঢাকায় বেক্সিমকো কোম্পানীতে চাকুরী করত। কিন্তু দশম শ্রেণির (এসএসসি) টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য ১৩ অক্টোবর বাড়ি আসে সে। ১৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টেস্ট পরীক্ষায় অংশ নেয়। এরপর ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনের রাস্তার পাশে বসে ছিল সে। এসময় অপর প্রতিবেশি হীরা তার পাশে বসে টাকা কামানোর প্রস্তাব দেয় রাব্বীকে। রাব্বী হীরাকে তার সাথে ঢাকায় চাকুরীতে যেতে বললে হীরা কষ্ট করে টাকা না কামিয়ে সজহ পথে টাকা কামানোর কথা তোলে। রাব্বী সহজ পথের কথা জানতে চাইলে হীরা অমিকে কৌশলে ডেকে অপহরণ করে লুকিয়ে রেখে নতুন মোবাইল ফোন ও সিমকার্ড কিনে অভিভাবকের কাছ থেকে টাকা আদায়ের কথা জানায়। হীরার কথামতো সিদ্ধান্ত ওই বৈঠকেই চূড়ান্ত করা হয়। এরপর ২ নভেম্বর শনিবার বিকেল প্রায় চারটা। হীরা রাব্বীদের ঘরে গিয়ে অপেক্ষা করে। রাব্বী অমিকে ডেকে ঘরে নিতে বাইরে আসে। অমি স্কুল থেকে বাসায় ফিরে দুপুরে না খেয়েই বাসার থেকে বেরিয়ে পৌর মডেল স্কুলমাঠে খেলতে বেরুয়। এসময় অমিকে দিয়াশলাইয়ের কাঠি থেকে বারুদ দিয়ে বোমা বানিয়ে খেলার কথা বলে রাব্বী তাদের ঘরে ডেকে নেয়। সেখানে যাওয়ার পর অমিকে ফ্লোরে বসতে দিয়ে দিয়াশলাইয়ের কাঠি হাতে দেয় বোমা বানানোর জন্য। অমি দিয়াশলাইয়ের কাঠি নিয়ে ব্যস্ত হয়ে পড়লে পেছন দিক থেকে হঠাৎ করেই ঘরে থাকা রশি অমির গলায় পেচিয়ে টান দেয় রাব্বী। অমির দুই পা সোজা করে চেপে ধরে হীরা। এভাবে ৩-৪ মিনিট ধরে রাখার পর অমি নিস্তেজ হয়ে পড়লে ঘরে থাকা রাব্বীর পুরনো শার্ট দিয়ে অমির মুখ বেঁধে দেওয়া হয়। এরপর হাড়ি-পাতিল ভর্তি একটি বস্তা খালি করে ওই বস্তায় অমিকে ভরে রাখা হয়। এসময় রাব্বী ঘরের বাইরে গিয়ে আশপাশে কেউ আছে কি না তা দেখে পুনরায় ঘরের ভিতরে যায়। পরে হীরা ও রাব্বী দু’জনে মিলে অমির লাশ ভর্তি বস্তা ধরাধরি করে বাড়ির পাশের ধানক্ষেতের ভিতরে কাদায় ফেলে আসে। এরপর প্রথমে হীরা ও পরে রাব্বী পাশের পৌর মডেল স্কুলমাঠে ফুটবল খেলতে যায়।
এদিকে সন্ধ্যা পর্যন্ত অমির দেখা না পেয়ে পরিবারের পক্ষ থেকে প্রথমে আশপাশ ও স্টেশনগুলোতে খোঁজাখুঁজি এবং একপর্যায়ে শহরে মাইকিং করা হয়। রাতেই থানায় সাধারণ ডায়েরি করা হয়। এসময় অমির মা আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার অমি’র নিখোঁজের বিষয়ে পুরনো শত্রুতাকে ইঙ্গিত করেন। রাত সাড়ে নয়টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল অমিদের বাসায় গিয়ে কথা বলে তথ্য সংগ্রহ করেন। শুরু হয় অমির সন্ধানে শ্বাসরুদ্ধকর অবস্থা। সকলপ্রকার প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে পরিবারের।
এসব প্রক্রিয়ায় মধ্যে তিন দিন পেরিয়ে গেলেও অমির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন পুনরায় ৫ নভেম্বর থানা পুলিশের শরণাপন্ন হন। এসময় তারা প্রতিবেশিদের সাথে ২০১৬ সালের অমির ভাই জেনিথকে ক্ষুরাঘাতের ঘটনায় বিচারাধীন মামলা নিয়ে দ্বন্দ্বের কথা পুলিশকে অবহিত করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেনিথকে ক্ষুরাঘাতকারী রাকিব, রাকিবের সহযোগী জসিম ও সিয়ামকে। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পঞ্চমদিন ৬ নভেম্বর বুধবার দুপুরে পুলিশ সুপার আশরাফুল আজীমের উপস্থিতিতে অমিদের বাড়ির আশপাশে অমির সন্ধানে অভিযান চলে। একপর্যায়ে সাবেক কাউন্সিলর বকুলের ধানক্ষেত থেকে অমি’র বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় অমি’র মুখমন্ডলে প্রতিবেশি উমর কাজী রাব্বীর ব্যবহৃত একটি শার্ট পড়ানো দেখে রাব্বীকে তাৎক্ষণিক সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাব্বীকে নিয়ে ৬ষ্ঠ দিন (৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে হাজির হয় থানা ও ডিবি পুলিশ। এসময় অমি হত্যার বিবরণ দেয় রাব্বী।
এদিকে এজাহার অনুযায়ী ১০ ও সন্দেহভাজন হিসেবে রাব্বীকে নিয়ে মোট আটক ১১ জনকে আদালতে সোপর্দ করে পুলিশ। ৮ নভেম্বর শুক্রবার মামলাটি শেরপুর ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। কিছুদিন পর অধিকতর তদন্তের জন্য ডিবি থেকে মামলাটি স্থানান্তর করা হয় পিবিআই জামালপুরে। বর্তমানে অমি হত্যার এক বছর পেরিয়ে গেলেও তদন্তের স্পষ্ট অগ্রগতি লক্ষ্য করা যায়নি। গ্রেফতার হয়নি মূল পরিকল্পনাকারী হীরাকে। অন্যদিকে উমর কাজী রাব্বী ব্যতীত অন্যসব আসামী জামিনে বেরিয়ে এসেছে।
অমির পরিবার ও সংশ্লিষ্টদের দাবী, গত এক বছরেও মূল পরিকল্পনাকারী হীরাকে গ্রেফতার করতে না পারা উদ্বেগ ও হতাশাজনক। তাদের দাবী, হীরা পরিকল্পনা ও হত্যাকারী হলেও পেছনে অন্য কোন পক্ষের ইঙ্গিত থাকতে পারে। নইলে রাব্বীর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী নতুন মোবাইল ফোন ও সিমকার্ড কেনার পরও কেন একবারও অমির অভিভাবকের নাম্বারে ফোন করা হয়নি? কেন চাওয়া হয়নি মুক্তিপণ? কেন অমিকে ঘরে নেওয়ার সাথে সাথেই হত্যা করা হলো? এসব নানা প্রশ্নের জবাব এখনও অজানা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই জামালপুরের উপ-পরিদর্শক ফারুক জানান, এখনও ঘটনার তদন্ত চলছে। প্রধান আসামী হীরা গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কিছুদিন যাবত প্রশিক্ষণে থাকায় আসামী গ্রেফতার ও তদন্তে সময় লাগছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com