বাংলার কাগজ ডেস্ক: তিন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। নবজাতক দুটিকে কেনো ভর্তি করা হয়নি, সে বিষয়ে মুগদা ইসলামি ব্যাংক হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলা কেনো বেআইনি ঘোষণা করা হবে না তারও রুল জারি করা হয়। সোমবার (২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
নবজাতকের বাবা আবুল কালাম হাইকোর্টের একজন কর্মচারী। আবুল কালামের গর্ভবতী স্ত্রী সোমবার সকালে হঠাৎ ব্যথা অনুভব করলে মুগদা ইসলামি ব্যাংক হাসপাতালের উদ্দেশে রওনা দিলে সিএনজি অটোরিকশার মধ্যেই জমজ বাচ্চা প্রসব করেন তার স্ত্রী। মুগদা হাসপাতালে পৌঁছালে তারা চিকিৎসা না দিয়ে শিশু হাসপাতালে যেতে বলে। শিশু হাসপাতালে জমজ সন্তান নিয়ে গেলে ভর্তি না করে আগেই টাকা চাইলে তিনি নবজাতক দুটি নিয়ে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পরে শিশুদের বাবা বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে আসলে সেখানে নবজাতকরা মারা যায়। পরে বাবা আবুল কালাম লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে হাইকোর্টে আসেন। হাইকোর্টে আসলে ব্যাখ্যা চেয়ে আদেশ দেয়া হয়।
বর্তমানে নবজাতক দুটির মা হাসপাতালে ভর্তি আছেন আর নবজাতক দুটিকে মুগদার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।