বাংলার কাগজ ডেস্ক: মা ইলিশ রক্ষাকল্পে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে আবারও ইলিশসহ সকল ধরনের মাছ শিকারে নামবে জেলেরা। প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে এই সময়ে সরকার সারাদেশে ইলিশ ধরা বন্ধ রেখেছে।
গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। অভয়াশ্রম চলাকালে জেলার ৫১ হাজার ১শ’ ৯০জন নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করেছে।
মা ইলিশ রক্ষার অভিযান পর্যালোচনায় দেখা গেছে, নিবন্ধিত জেলেদের মধ্যে অধিকাংশ জেলেই মাছ ধরা থেকে বিরত থাকলেও একশ্রেণির অসাধু জেলেরা অভয়াশ্রম এলাকায় প্রচুর মা ইলিশ নিধন করেছে। এই বিশাল নদী এলাকার তুলনায় জেলা টাস্কফোর্স এর সদস্য কম হওয়ায় সর্বোচ্চ চেষ্টা চালিয়েও মা মাছ নিধন সম্পূণ বন্ধ করা সম্ভব হয়নি। তাই ২২ দিন অলস সময় কাটানোর পর বুকভরা আসা নিয়ে রুপালী ইলিশ আহরণে পদ্মা-মেঘনায় নামবে জেলেরা। বেশ কয়েকদিন যাবৎ জাল ও নৌকা প্রস্তুতের কাজে ব্যস্ত ছিল তারা।