1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্রা বলায় কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের কারাদন্ড

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্রা বলায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার এ রায় ঘোষনা করেন।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য শাহানারা বেগম গত ৮ এপ্রিল ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার’র বিরুদ্ধে ৫০ লাখ টাকা মানহানির অভিযোগসহ ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন। বাদীর প্রদত্ত জবানবন্দিতে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্ণিত অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারী করেন আদালত। পরবর্তীতে আদালতের অনুকম্পায় চেয়ারম্যান জামিন পেলেও তার বিরুদ্ধে দন্ডবিধি ৫০০ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় তিন জন সাংবাদিক নেতাসহ মোট ৫জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া আদালতের এ রায়ের সত্যতা নিশ্চিত করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মি: নাথুরাম ভৌমিক।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ৩ এপ্রিল রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমিজায়গা নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন শাহানারা বেগমের বিরুদ্ধে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে দুঃশ্চরিত্রা নারী বলে লিখিত সংবাদ সম্মেলন করেন। যা পরবর্তীতে একাধিক জাতীয়, আঞ্চলিক পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয়। এতে একাধিক নারী সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com