বাংলার কাগজ ডেস্ক: র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) তার বদলি সংক্রান্ত আদেশ জারি করা হয়। জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
বদলির বিষয়টি জেনেছেন উল্লেখ করে সারোয়ার আলম বলেন, সরকারি চাকরি করি; বদলির আদেশ যখন হয়েছে যেতেই হবে।