নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কালাকুমা গ্রামে ফসলি জমিতে পুঁতে রাখা মর্টারের ১২০ এমএম ডায়ামিটারের হাই এক্সক্লুসিভ বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়েছে। বুধবার (১০ মার্চ) বিকেল চারটা চল্লিশ মিনিটে ঘাটাইল সেনা বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী (বোম্ব ডিস্পোজাল ইউনিট) দল এটি নিস্ক্রিয় করে।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গত কয়েকদিন আগে কালাকুমা গ্রামের নূর ইসলামের ছেলে হুমায়ন কবির ভারতঘেঁষা ভোগাই নদী থেকে প্রতিদিনের ন্যায় বালু উত্তোলনে যায়। হাতে বেলচা নিয়ে বালু উত্তোলনকালে দুপুরের দিকে বেলচায় শক্ত জাতীয় কিছু অনুভব হলে সে বড় আকারের ধাতব কিছু দেখে। তারপর অনেকটা গোপনে বাড়ি এনে তা হাতকুড়াল দিয়ে আঘাত করে ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে এটি বোমা জাতীয় কিছু বুঝার পর ভয়ে রাতের আঁধারে বাড়ির অদূরে জনৈক আতর আলীর জমিতে পুঁতে রাখে।
এদিকে কানাঘুঁষার বকেপর্যায়ে বিষয়টি মঙ্গলবার স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন। পরে খবর দিলে ওইদিন বিকেলে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করেন। কিন্তু এটি তাজা মনে হওয়ায় পুলিশ সেনা বাহিনীকে অবহিত করলে বুধবার বিকেলে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর নাহিদ সুলতানার নেতৃত্বে বোমা নিস্ক্রিয়কারী দল এসে সব প্রস্তুতি শেষ করে চারটা চল্লিশ মিনিটের দিকে বিকট শব্দে এলাকা প্রকম্পিত করে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়।
এদিকে নিস্ক্রিয় করার আগে আশপাশের প্রায় আধা কিলোমিটার এলাকার বসতবাড়ি থেকে মানুষ ও গবাদি পশু নিরাপদ দূরত্বে সড়িয়ে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় আশপাশের সব বিদ্যুত সংযোগ। পুরো এলাকা সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্য দিয়ে ঘিরে রাখা হয়।
ঘাটাইল সেনানিবাসের মেজর নাহিদ সুলতানা জানান, বোমাটি ১৯৬৭ সালে তৈরি করা ১২০ এমএম ডায়ামিটার হাই এক্সক্লুসিভ। বোমাটি যুদ্ধকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে। এর ওজন প্রায় নয় থেকে দশ কেজি হতে পারে।