চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের কালুগোট্টায় কাপ্তাই সড়কে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম (৬৮), ডেজি দত্ত (৩৫) এবং মোহাম্মদ আকবর (২৪)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কাপ্তাই সড়কে দুর্ঘটনায় গুরুতর চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবদুল কাদের নামের একজনকে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।