ঢাকা: বায়তুল মোকাররম মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে প্রতিবাদের পরিপ্রেক্ষিতে মুসল্লিরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারগসের ছুড়ে সংঘর্ষকারীদের থামানোর চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে মুসল্লিদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
অরাজকতার আশঙ্কায় মসজিদ ও তার আশপাশে আগে থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। একাত্তর টেলিভিশন জানিয়েছে, সংঘর্ষে তাদের একজন সাংবাদিক আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।