গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকনিকের বাস উল্টে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া ও ফিরোজ কবির। তারা রাস্তার পাশে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় বসেছিলেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, বেলা ১১ টার দিকে রংপুরগামী পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতলা বাজারে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।