1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

শীতের পর মাসের শেষদিকে বজ্রপাতসহ বৃষ্টি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

ঢাকা : বাংলাদেশের বিভিন্ন জায়গায় বইছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জুবুথুবু নাগরিক জীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষদিকে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশিদ শুক্রবার সকালে বলেন, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ নওগাঁ, রাঙামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৮ জানুয়ারি থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৯ ও ৩০ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হতে পারে। এরপর থেকে সকাল বেলা শীত অনুভূত হবে। দুপুর ও সন্ধ্যায় সামান্য গরম অনুভূত হবে।

এ মৌসুমে তীব্র শীতের আর কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বজলুর রশিদ।

শুক্রবার আবহাওয়ার অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। খুলনা ও রাজশাহী অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য জায়গার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com