1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

অভিযোগ বাড়ছে, দ্রুত ব্যবস্থার নির্দেশ সিইসির

  • আপডেট টাইম :: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়ছে নির্বাচন কমিশনের মনিটরিং সেলে।

এসব অভিযোগের মধ‌্যে রয়েছে- বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঢুকতে না পারা, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া, অস্ত্র নিয়ে মহড়া ইত‌্যাদি।

শনিবার দুপুর পর্যন্ত ২১টি অভিযোগ এসেছে মনিটরিং সেলে। এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চার তলায় মনিটরিং সেল পরিদর্শনকালে এ নির্দেশ দেন সিইসি।

মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু বলেন, এখন পর্যন্ত সংঘর্ষ, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে ২১টি অভিযোগ এসেছে। ঢাকা উত্তরের ৪২ নম্বর ওয়ার্ডের বড় বেরাইদ ঋষি পাড়ার ১১৭১ নম্বর কেন্দ্রে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সেখানে দায়িত্বরত নির্বাহী হাকিম বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com