কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিন ‘রোহিঙ্গা’ নারী-শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) দুপুরে টেকনাফের খারাংখালী-মৌলভীবাজার এলাকার নদীতে লাশগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘নাফ নদীর বাংলাদেশ উপকূলে তিনটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর লাশগুলো উদ্ধার করে থানায় আনার পর লাশের পরিচয় শনাক্ত করা হয়।’
নিহত নারী সমসিদা ও তার দুই মেয়ের নাম নুর শহিদা ও রাশিদা। তারা উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে বসবাস করত।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাযোগে মিয়ানমারে যাতায়াতকালে যেকোনো সময় নৌকা ডুবে গিয়ে এ ঘটনা ঘটতে পারে। লাশগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।