গাজীপুর: গাজীপুরে শ্রীপুর উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুই যুবক হলেন-কাপাসিয়া উপজেলার কান্দানিয়া এলাকার অলি উল্ল্যাহর ছেলে তরিকুল ইসলাম (১৮) ও একই এলাকার আব্দুল হকের ছেলে মেহেদী হাসান (১৯)। মঙ্গলবার বিকালে উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার এসআই মাহবুব হাসান জানান, বিকালে মোটরসাইকেলে দুজন কাপাসিয়া থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল।
একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।