সিলেট: সিলেটের গোয়াইনঘাটে ঘর থেকে ছেলে-মেয়েসহ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আহত অবস্থায় ওই গৃহবধূর স্বামী হিফজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেটের গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রদীপ কুমার সিংহ বলেন, মঙ্গলবার রাতে কে বা কারা একই পরিবারের তিন জনকে হত্যা করেছে। আহত অবস্থায় হিফজুর রহমান নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তাৎক্ষণিক তা জানা যায়নি।