আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। শনিবার (১৯ জুন) দেশটি মৃত্যুর এই দুঃখজনক মাইলফলক স্পর্শ করে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। খবর আল জাজিরার।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সেখানে ২০০০ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৮০০। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৭৫০। দেশটিতে এ পর্যন্ত মাত্র ২৯ শতাংশ মানুষকে প্রথম ডোজ করোনার টিকার দেওয়া হয়েছে।
সে কারণে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়ানোর দিনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। তারা এতো মৃত্যুর জন্য জাইর বোলসোনারো সরকারের উদাসীনতা ও ব্যর্থতাকে দায়ী করছেন। শঙ্কা করা হচ্ছে ব্রাজিলে করোনার টিকা কাজ করতে শুরু করার আগেই মোট মৃতের সংখ্যা ৭ থেকে ৮ লাখ ছাড়িয়ে যেতে পারে।
এদিকে প্যান আমেরিকান হেল্থ অর্গানাইজেশনের (পিএএইচও) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গেল এক সপ্তাহে ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১.১ মিলিয়ন তখা ১১ লাখ মানুষ। আর মারা গেছে ৩১ হাজার মানুষ। বেশ কয়েকটি দেশের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। যথাযথ পদক্ষেপ বিধি-নিষেধ আরোপ না করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা করা হচ্ছে।