1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

রাখাইনে টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংড়ুতে টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্তের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় করোনার ভয়াবহ বিস্তারের আশঙ্কা করা হচ্ছে। রোববার মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

মংড়ু জেলা হাসপাতালের মেডিকলে সুপারেন্টিডেন্ট ড. নু ক্যাথি স্যান জানিয়েছেন, জেলা মহাপ্রশাসকের দপ্তরের (জিএডি) দুই কর্মী এবং স্থানীয় বাসিন্দা এক নারীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি বলেন, ‘মংড়ুতে করোনার সাত রোগী রয়েছে। এদের মধ্যে দুজন জিএডির কর্মী এবং এক নারী রয়েছেন, যারা দুজনই টিকাপ্রাপ্ত। করোনার উভয় টিকা পাওয়ার পরও পুনরায় সংক্রমণের সম্ভাবনা রয়েছে। সংক্রমিত না হওয়ার শতভাগ গ্যারান্টি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্য ও খেলাধুলা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা।’

রাখাইনের সাবেক আইনপ্রণেতা ইউ তুন হ্লা সেইন বলেছেন, ‘ধারণা করা হচ্ছে, ভাইরাসটি বাংলাদেশ থেকে ছড়াচ্ছে। কর্তৃপক্ষকে সীমান্ত পারাপারের ওপর কঠোর নজরদারি করতে হবে। তবে টিকা থাকার পরও তারা করোনা মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে না। কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, কোভিড-১৯ এর ব্যাপারে তাদের কোনো বাজেট নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com