আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ টিগরের রাজধানী মেকেল্লে পুর্নদখল করেছে বিদ্রোহীরা। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিদ্রোহীদের দখলে আসার পরপর রাজধানী ছেড়ে পালাতে শুরু করেছেন সরকারি কর্মকর্তারা। বিজয়ী বিদ্রোহীরা আতশবাজি পোড়াচ্ছে এবং রাস্তায় হাজার হাজার পতাকা উড়তে দেখা গেছে।
গত নভেম্বরে সরকারি বাহিনী বিদ্রোহীদের পরাজিত করে মেকেল্লের দখল নিয়েছিল। ওই যুদ্ধের কারণে টিগরের সাড়ে তিন লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। অভিযোগ রয়েছে, সরকারি বাহিনী রাজধানীর দখল নেওয়ার পর ধর্ষণ ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাজধানীতে পরাজয়ের পর সরকারি বাহিনী ‘মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে।