আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে ২৫ জন নিহত হয়েছে। রোববার স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছে। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা। এই বাহিনীর সদস্যরা শিকারি রাইফেল কিংবা স্থানীয় অস্ত্র ব্যবহার করছে।
শুক্রবার মধ্যাঞ্চলীয় সাগিং প্রদেশের দিপাইন শহরতলিতে সেনাদের সঙ্গে সংঘাতের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনীর ট্রাক তাদের এলাকায় প্রবেশ করে এবং গ্রামের কাছাকাছি একটি জঙ্গলে গুলি ছুঁড়তে শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, ‘আমরা ২৬ বার গোলা ছোড়ার শব্দ পেয়েছি। তারা রাস্তায় ও গ্রামে যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। তারা নির্দিষ্ট কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েনি।’
শনিবার গ্রামবাসীরা ঘর থেকে বের হয়ে হতাহতদের খুঁজতে শুরু করেন।
ওই গ্রামবাসী বলেন, ‘আমরা প্রথমে ৯টি মৃতদেহ পাই এবং এগুলো সৎকার করি। পরে আরও আটটি মৃতদেহ পাওয় যায়। রোববার আরও আটটি মৃতদেহ পাওয়া যায়। আমি মৃতদেহগুলো কাছ থেকে দেখেছি। এদের প্রত্যেকের মাথায় গুলি করেছে সেনারা।’