বাংলার কাগজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশ ও জনগণের কথা মাথায় রেখে সামনে এগোতে হবে। দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১১ মার্চ) গুলশানের এক রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, নতুন বাংলাদেশ তৈরী করতে গিয়ে আমরা যেনো কোনো ভুল না করি।
তিনি বলেন, মিথ্যা কোনো প্রচারণায় নয়, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি। সংবাদ পত্রের স্বাধীনতা ব্যাতিরেকে গণতন্ত্র টেকশই হতে পারে না।