ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতির দাপুটে নেত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা ছিদ্দিকা রূপালীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) ভোর রাতে উপজেলার তেতুঁলতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পরও এই নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সরব ছিলেন।
পুলিশ জানায়, আয়শা আক্তার রূপালীর বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ ভোরে তেঁতুলতলার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ঝিনাইগাতির দাপুটে নেত্রী ছিলেন তিনি। স্থানীয় সাবেক সরকার দলীয় এমপি ফজলুল হক চান এর সাথে দাদা-নাতি সম্পর্ককে পুঁজি করে প্রভাব খাটিয়ে তদ্বির, ঠিকাদারি ও বালুর ব্যবসাসহ নানা খাতে নিয়ন্ত্রণ ছিল তার।