আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে আবারও ব্যাপক আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল এই হামলা চালিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর আল জাজিরা
তবে শুক্রবার রাতে ওই অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। এতে ১৫ তলা বিশিষ্ট একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, তাদের পারমাণবিক সক্ষমতা ও অস্ত্রব্যবস্থা ধ্বংস করে দেওয়া হবে।’ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ইঙ্গিত করে কাৎজ বলেন, ‘ইরানের স্বৈরশাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরুত বানিয়ে ফেলেছেন এবং তেহরানের জনগণকে জিম্মি করে রেখেছেন।’