1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই ভক্তদের জন্য নতুন চমক। রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দুই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, ঠিক তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সরব। প্রায়ই নিত্যনতুন লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই গুণী অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি তিনি ধরা দিলেন একেবারেই ভিন্ন এক অবতারে, যা দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া। এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন। অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ, যার সঙ্গে তিনি বেছে নিয়েছেন ধূসর রঙের জিন্স।

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য

শেয়ার করা ছবিতে দেখা যায়, কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ রোদচশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লুক। হাতে ছিল পাথরের তৈরি চুড়ি ও বালা। তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল।

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য

নায়িকা সেই আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনো আপেল হাতে ধরে, আবার কখনো মাথায় ব্যালেন্স করে, এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনে রহস্য করে লিখেছেন, ‘আপেল হয়ো না।’

জয়ার হাতে লাল আপেল, ক্যাপশনে রহস্য

জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে।’ আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘লাভ অফ মাই লাইফ।’ অনেকে মজা করে আবার লিখেছেন, ‘পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস জল নিয়ে আয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com