আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পে শুক্রবার সন্ধ্যা ৫টা ৯ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চল কেঁপে উঠেছে বলে জানিয়েছে এনডিটিভি। তবে ভূমিকম্পের আঘাতে তিন দেশেই এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষ কেন্দ্রের বরাত দিয়ে বলছে, শুক্রবার সন্ধ্যায় দেশের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলছে, ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তানের উত্তর সীমান্তে তাজিকিস্তানের কাছের হিন্দুকুষ অঞ্চলে ভূপৃষ্ঠের ২১০ কিলোমিটার গভীরে।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া ট্যুডে বলছে, দিল্লি, মথুরা, লক্ষ্ণৌ, প্রয়াগরাজ, জম্মু-কাশ্মীর-সহ ভারতের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
আফগানিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মুখপাত্র তৈমুর আলী বলেছেন, পিডিএমএর কর্মকর্তারা জেলা প্রশাসন ও দুর্যোগ শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এনডিটিভি বলছে, শুক্রবার সন্ধ্যার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরাঞ্চল। দিল্লির পাশাপাশি অন্যান্য শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ও অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।