1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

মায়ের ইচ্ছা পূরণে নতুন পরিচয়ে অপু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। নায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত এই ঢালিউড ‘কুইন’। এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করবেন। ‘অপু-জয় চলচ্চিত্র’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন এই নায়িকা।

এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ লাভ করেছেন অপু। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ পেয়েছেন। অপু বিশ্বাস বলেন, ‘‘দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে আছি। তারকা খ্যাতি পেয়েছি এই চলচ্চিত্রাঙ্গন থেকে। মা চাইতেন আমি সিনেমা প্রযোজনা করি। তখন থেকে মনে মনে ইচ্ছে ছিল নিজেই কিছু চলচ্চিত্র প্রযোজনা করার। যদিও আরো পরে চলচ্চিত্র প্রযোজনা করার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ মাকে হারিয়েছি। তাই মায়ের ইচ্ছে বাস্তবে রূপ দিতে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি। এরই মধ্যে প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করেছি। ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটি মায়েরই দেওয়া।’’

তবে এখনই সিনেমা প্রযোজনা শুরু করছেন না অপু। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন—‘তাড়াহুড়ো করে এখনই সিনেমা প্রযোজনায় নামছি না। এদিকে জয়কে আমার সময় দিতে হয়। নিজেও সিনেমার কাজ করছি। এর ফাঁকে সিনেমা প্রযোজনার জন্য তৈরি হচ্ছি। বুঝে-শুনে সব গুছিয়ে প্রযোজনা করতে চাই। এই প্রতিষ্ঠান থেকে মানসম্মত সিনেমা প্রযোজনা করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর এই চিত্রনায়কের সঙ্গে রেকর্ডসংখ্যক ৭২টির বেশি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। অপু বিশ্বাস সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া  ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। মুক্তির অপেক্ষায় আছে ওপার বাংলার একটি সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!